Sunday, April 24, 2016

ভার্যা

ভার্যা যদি সত্যি
সব দিক থেকে
প্রিয়তমা হয়,
সর্বদুঃখ নাশ করে
পবিত্র শান্তির
সুধাবারি বর্ষণ করে।

রতির সুখ
প্রীতির সুখ 
নিশ্চিন্ত জীবনের
জীবন মুখী ধর্ম
ধর্মমুখী সাধনা
প্রেরণা
ধর্মপত্নীই দিতে পারে।

স্ত্রীলোকই আত্মার
অতি পবিত্র জন্মক্ষেত্র।
সংসারের ধর্মক্ষেত্রেও সে।

ভার্যাই জগতের
সহজিয়া গীতিকবিতা
চলার পথের
অতি পবিত্র
চলমান চর্যাপদ।

No comments:

Post a Comment