আমার উদাসী মন
পাখির ডানার চঞ্চলতায়
উড়ে চলে
উড়ে উড়ে চলে
আকাশে বাতাসে
দূর থেকে
সুদূর ছাড়িয়ে বহুদূরে।
তোমার গন্ধ খুঁজে বেড়াই
হাটে ঘাটে পথে প্রান্তরে।
খুঁজে পাই না
বাতাসে
অনন্ত আকাশে
পৃথিবীর নারীদের ভিড়ে।
আবার ফিরে আসি
ফিরে আসি ধীরে
আমারই বন্ধ আবদ্ধ নীড়ে।
রোহিণীলতায়
আমায় বাঁধতে পারেনি সে যে।
আমি মুক্ত হয়ে গেছি ?
অথবা বধ্য হই
বিমুক্তের অনন্ত বন্দিশালায় ?
অসামান্য একাকিত্বে
স্তনন স্তনিত হয়ে
বুকে বাজে।
বারেবারে বাজে।
কিন্তু সেঔ কি কাঁদে ?
অন্য কোথাও
অন্য কোনোখানে
কারো বুকে মুখ গুঁজে
অতীব সাবধানে
লুকিয়ে নিজের সত্তা
নরম বিছানায়
পড়ে গিয়ে
পাখি ধরা ফাঁদে ?
পাখির ডানার চঞ্চলতায়
উড়ে চলে
উড়ে উড়ে চলে
আকাশে বাতাসে
দূর থেকে
সুদূর ছাড়িয়ে বহুদূরে।
তোমার গন্ধ খুঁজে বেড়াই
হাটে ঘাটে পথে প্রান্তরে।
খুঁজে পাই না
বাতাসে
অনন্ত আকাশে
পৃথিবীর নারীদের ভিড়ে।
আবার ফিরে আসি
ফিরে আসি ধীরে
আমারই বন্ধ আবদ্ধ নীড়ে।
রোহিণীলতায়
আমায় বাঁধতে পারেনি সে যে।
আমি মুক্ত হয়ে গেছি ?
অথবা বধ্য হই
বিমুক্তের অনন্ত বন্দিশালায় ?
অসামান্য একাকিত্বে
স্তনন স্তনিত হয়ে
বুকে বাজে।
বারেবারে বাজে।
কিন্তু সেঔ কি কাঁদে ?
অন্য কোথাও
অন্য কোনোখানে
কারো বুকে মুখ গুঁজে
অতীব সাবধানে
লুকিয়ে নিজের সত্তা
নরম বিছানায়
পড়ে গিয়ে
পাখি ধরা ফাঁদে ?
No comments:
Post a Comment