Monday, April 18, 2016

একটি মেয়ে

 একটি মেয়ে

বিস্মিত দৃষ্টি মেলে চেয়ে আছে একটি মেয়ে
পরনে রঙিন চেলি, লতাপাতা আঁকা পাড়;
গহন চুলেতে তার মুখটি রয়েছে ছেয়ে--
গলায় সব্‌জে সুতোয় ঝিনুকের সাদা ধবধবে হার !

বন্ধ ওষ্ঠ পরে, রেখেছে তর্জনী
মাথায় গোঁজা কটা বনের ফুল;
কণ্ঠে ওঠে থেকে থেকে মৃদু মিঠে ধ্বনি--
বক্ষ তার স্তন লাভে হয়েছে ব্যাকুল !

আজকের কিশোরী এ, একদিনের বালিকা
আগামী দিনের মাতৃ-মূর্তি এরই অন্তরে;
ফলাবে ফসল! বিস্ময়ে চেয়ে থাকা এই নাবালিকা--
বিধাতার এক ছোট্ট, গোপন, মন্তরে !

No comments:

Post a Comment