Sunday, July 17, 2016

বিল্বস্তনী

ওখানে বেলের গন্ধ নেই
সাদা বেলফুলের স্নিগ্ধ গন্ধ পাই
পবিত্র নির্যাসে সৌন্দর্যের আভরণে
 সুতৃপ্তির তৃপ্তিভরা আমোদিত প্রাণে
টেনে নিই নাকের ঝিল্লিতে
ঘ্রাণগ্রাহক কোষে কোষে
উদ্দীপনা ছড়িয়ে পড়ে
মস্তিষ্কের ঘ্রাণ কেন্দ্রে ।

এরইওলার আভায়
মন্ট্‌গোমারি গ্রন্থিসমুহের
নিঃশব্দ নিঃসরণ আস্তরণে
সারাদিন পড়ে থাকি
ঘুমোই
আবার জেগে উঠি !

---------------------------------
'এরইওলার '---এরইওলা---areola---The pigmented area round the nipple of the breast. ' মন্ট্‌গোমারি '--- Near the base of the nipple are the sebaceous glands,the glands of Montgomery.
 ' বিল্বস্তনী '--- বেলের মতো সুগোল ও দৃঢ় স্তন বিশিষ্ঠা ।
 

No comments:

Post a Comment