স্মৃতির বেদনা
স্মৃতিরা বেদনা দেয়
স্মৃতিরা বেদনা দেয় জানি
তবুও স্মৃতির হাতছানি
আমাকে প্রেরণা দেয়
স্মৃতিরা বেদনা দেয় ।
এখন চামেলি'র সুখ
স্বামীকোলে মাথা রেখে
মন উন্মুখ ।
ওর হাসিগুলো
মন থেকে চোখে পড়ে
কথাগুলো ভেসে ওঠে কানে ।
স্মৃতিরা ছিল তাই আজো
সকালে কাজে যাই
বিকালে বাড়ি ফিরে এসে
সন্ধ্যার আকাশে তারাজ্বলা দেখি ।
কোনদিন গঙ্গার ধারের ঘাসে ঘাসে
বাদামের খোলা ওড়া মুক্ত বাতাসে
দূরের উদাসীন আলোয়
ম্লান মুখে
সব উজ্জ্বল মুখগুলো দেখি ।
স্মৃতির বেদনা সুধা
কাদামাটির গন্ধ তুলে ধরে ।
শুকনো বুক কাঁদে
চোখ কাঁদে নোনাজলে !
স্মৃতিরা বেদনা দেয়
স্মৃতিরা বেদনা দেয় জানি
তবুও স্মৃতির হাতছানি
আমাকে প্রেরণা দেয়
স্মৃতিরা বেদনা দেয় ।
এখন চামেলি'র সুখ
স্বামীকোলে মাথা রেখে
মন উন্মুখ ।
ওর হাসিগুলো
মন থেকে চোখে পড়ে
কথাগুলো ভেসে ওঠে কানে ।
স্মৃতিরা ছিল তাই আজো
সকালে কাজে যাই
বিকালে বাড়ি ফিরে এসে
সন্ধ্যার আকাশে তারাজ্বলা দেখি ।
কোনদিন গঙ্গার ধারের ঘাসে ঘাসে
বাদামের খোলা ওড়া মুক্ত বাতাসে
দূরের উদাসীন আলোয়
ম্লান মুখে
সব উজ্জ্বল মুখগুলো দেখি ।
স্মৃতির বেদনা সুধা
কাদামাটির গন্ধ তুলে ধরে ।
শুকনো বুক কাঁদে
চোখ কাঁদে নোনাজলে !
No comments:
Post a Comment