Thursday, September 29, 2016

ব্রহ্মার আয়ু

সত্য ত্রেতা দ্বাপর কলি
প্রত্যেকটা
এক এক যুগ।
সব যুগের সময়
সমান নয়।
চার যুগ মিলে
এক চতুর্যুগ।
এইভাবে
এক হাজার
চতুর্যুগে
ব্রহ্মার
এক দিন।
আর
এক হাজার চতুর্যুগে
ব্রহ্মার এক রাত।
কাজেই
দুই হাজার
চতুর্যুগে
ব্রহ্মার এক দিন   এক রাত।
এই রকম
হিসাবে
ব্রহ্মার আয়ু
একশো  ব্রাহ্ম বছর।

No comments:

Post a Comment