Wednesday, September 7, 2016

দুষ্টগণ

ওরা দুষ্ট ।

 ওদের গণ
দুষ্ট ।

 ওরা হার্মাদ ।

অপরের
অনিষ্ট করতে
ওরা
সহস্রবাহুসম
গুণ্ডা ।

অপরের
দোষ
সহস্রলোচনের
রক্তিমায়
প্রত্যক্ষ করে ।

অপরের 
কল্যাণ
ওরা
চায় না ।

দুষ্টের
তেজ
অগ্নিসম ।

ক্রোধ
যমরাজসম ।

পাপ ও
দুর্গুণে
তারা
কুবেরসম
সম্পদ সম্পন্ন ।

সকলের
অমঙ্গল
সাধনে
তাদের
বুদ্ধি
কেতুসম ।

সুতরাং
গরাদের
আড়ালেই
তাদের
কুম্ভকর্ণের
নিদ্রাতেই
সকলের
মঙ্গল 
নিহিত ।

দুষ্টরা
ইন্দ্রসম
সুরাসক্ত ।

সুরাকে
তারা
উপাদেয়
ও হিতকর
জ্ঞান করে । 


-------------
শ্রীরামচরিত মানস অবলম্বনে লিখিত
 

No comments:

Post a Comment