Monday, September 12, 2016

ছড়া (এগারো )

ছোট্ট মোরা কাঁচা কচি     আসলে  তো  ছোট্ট নই
মোরাই  দেখো  গড়বো দেশ    যতই কেন ছোট্ট হই !
এই দেখো না    শিথিল পেশি    শক্ত হবে মুহূর্তে
সবার চেয়ে   এগিয়ে যাব     পারবে নাকো রুখতে !

জ্ঞান গরিমায় মস্ত হব     বিশ্বজোড়া কিনব নাম 
হাঁপিয়ে গিয়ে থামবো নাকো     যতই কেন ছুটুক ঘাম !
মোদেরহৃদয়ভরা আশারআলো    রবির আলোও মানবে হার
সবার তরে খুলে দেব     মোদের মনের   বহির্দ্বার !

ছোট্ট  মোরা  কাঁচা  কচি     যতই কেন ছোট্ট হই
সবাই  মিলে গড়ব দেশ    আসলে  তো ছোট্ট নই !! 

No comments:

Post a Comment