Monday, September 12, 2016

দোলের দিনে মোদের গান

ধরবো না   রঙ গুলে আর    ব্যর্থ খেলার পিচকারি
ঘুরবো না আর   আবির নিয়ে     আজকে সবার বাড়ি বাড়ি
করবো না আর    পাড়ায় পাড়ায়      খুশির নামে  হল্লা-রে 
বলবো না আর,   ' পয়সা দাও,  রঙ কিনবো '     আব্দারে !

তার বদলে     রাখবো মনে    নতুন শপথ    নিয়েছি যা
আজকে মোরা করব কাজ      দুদিন পরে লুটব মজা !
বলবো সবে,    ' রঙের খেলা খেলবি যদি     সাহস আন
দুষ্কৃতদের টাইট  দিয়ে     গাইবি আয় !     জয়ের গান ! '

শক্তি মোদের দেহের জোয়ার      শক্তি মোদের সভ্যতা
দুষ্কৃতিরা  শিখবে  এবার        ভদ্র  সভ্য  ভব্যতা ! 
রঙ গোলা আর দোল খেলার     সময় যে নাই    সময় নাই
আজকে শুধু    সবার মাঝে     শক্তি চাই     সাহস চাই !   

No comments:

Post a Comment