আমি সম্পূর্ণ অস্পন্দ অস্পর্শ অস্পৃশ্য হয়ে যাবো
#
প্রণব কুমার কুণ্ডু
#
আমি রোজই বেঁচে থাকব।
রোজই বেঁচে থাকব।
তবে একদিন নিশ্চয়
মরব !
#
মরার পরে
তারপরে
আমায়
আর একদিনও
বেঁচে থাকতে
দেখবে না !
#
তবে তোমার স্মৃতিতে
আমায় পাবে
আমায় পাবে
রোজ পাবে
রোজ রোজ পাবে !
#
স্মৃতিতে আমায় যদি
ধরে আনতে চাও
তবে পাবে
তাও পাবে
পাবে ! পাবে ! পাবে !
তবে আর কিছুতেই
আমাকে
তুমি
ছুঁতে পারবে না !
#
আমি সম্পূর্ণ
অস্পন্দ
অস্পর্শ
অস্পৃশ্য হয়ে যাবো !
##