Friday, August 8, 2025

আমি সম্পূর্ণ অস্পন্দ অস্পর্শ অস্পৃশ্য হয়ে যাবো

আমি সম্পূর্ণ অস্পন্দ অস্পর্শ অস্পৃশ্য হয়ে যাবো 

#


প্রণব কুমার কুণ্ডু

#




আমি রোজই বেঁচে থাকব।

রোজই বেঁচে থাকব।

তবে একদিন নিশ্চয়

মরব !

#

মরার পরে

তারপরে

আমায়

আর একদিনও

বেঁচে থাকতে

দেখবে না !

#

তবে তোমার স্মৃতিতে

আমায় পাবে

আমায় পাবে

রোজ পাবে

রোজ রোজ পাবে !

#

স্মৃতিতে আমায় যদি

ধরে আনতে চাও

তবে পাবে

তাও পাবে

পাবে ! পাবে ! পাবে !

তবে আর কিছুতেই

আমাকে

তুমি 

ছুঁতে পারবে না !

#

আমি সম্পূর্ণ

অস্পন্দ

অস্পর্শ

অস্পৃশ্য হয়ে যাবো !

##

Tuesday, July 29, 2025

মনে হচ্ছে বেশ্যারা ভারতবর্ষের এক চিরকালীন ঐতিহ্যের অঙ্গ #




মনে হচ্ছে বেশ্যারা ভারতবর্ষের এক চিরকালীন ঐতিহ্যের অঙ্গ

#

প্রণব কুমার কুণ্ডু

#


রামায়ণের যুগে

বেশ্যাবৃত্তি ছিল !

বেশ্যারা ছিল !

#


মহাভারতের যুগেও

বেশ্যাবৃত্তি ছিল !

বেশ্যারা ছিল !

#

বর্তমান যুগেও

দেহোপজীবিনীরা 

আছে !

#

দেখা যাচ্ছে বেশ্যারা

ভারতবর্ষের

এক চিরকালীন ঐতিহ্যের অঙ্গ !

#

সত্যযুগেও কি

ঐ পেশার লোকজন 

আমাদের দেশে ছিল ?

##

Monday, July 28, 2025

হিন্দুশাস্ত্র অনুযায়ী মৃ্ত্যুতে শোক এবং অশ্রুবর্ষণ শাস্ত্র বিরোধী


হিন্দুশাস্ত্র অনুযায়ী মৃ্ত্যুতে শোক এবং অশ্রুবর্ষণ শাস্ত্র বিরোধী

#

প্রণব কুমার কুণ্ডু

#



আপনারা কি জানেন

হিন্দুশাস্ত্র অনুযায়ী

মৃ্ত্যুতে শোক

এবং অশ্রুবর্ষণ

শাস্ত্র বিরোধী !

#

শোক

অর্থলাভ

ফললাভ

প্রিয়লাভ

ও মোক্ষলাভর

প্রতিবন্ধক !

#

আত্মীয়দের 

শোকাশ্রু

অনলস্বরূপ হয়ে

মৃতব্যক্তিকে

কষ্ট দেয় !

##

ভগবান শিব [ ২ ]


ভগবান শিব

#

প্রণব কুমার কুণ্ডু

#



কথা ছিল ভগবান শিবই সমস্ত প্রজা সৃষ্টি করবেন

কিন্তু ঘটনা পরম্পরায় ব্রহ্মা প্রজাসকল সৃষ্টি করলেন !

তাতে বীতশ্রদ্ধ হয়ে ভগবান শিব

তাঁর লিঙ্গ মাটিতে প্রথিত করলেন !

সেই লিঙ্গই বিশ্বের নানান প্রান্তে আধার সহ

লিঙ্গবেদী হিসাবে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো !

সেই ভগবান শিবই দেবদেব মহাদেব !

ভগবান দেবদেব মহাদেবই

সর্বভূতের আদি মধ্য ও অন্তস্বরূপ !

তাঁর প্রভাবেই এই জগতের সকল কার্য

সুসম্পন্ন হয় !

##

Sunday, July 27, 2025

দুর্বল প্রাণিরা বলবান প্রাণিদিগের আহার হিসাবে নির্দিষ্ট হয়ে আছে

সনাতন হিন্দুশাস্ত্র অনুযায়ী দুর্বল প্রাণিরা বলবান প্রাণিদিগের আহার হিসাবে নির্দিষ্ট হয়ে আছে !

#


সনাতন হিন্দুশাস্ত্র অনুযায়ী

দুর্বল প্রাণিরা

বলবান প্রাণিদিগের

আহার হিসাবে

নির্দিষ্ট হয়ে আছে !

#

পিতামহ ব্রহ্মার

 সর্বজীবে অহিংসার স্লোগান এখন 

অতল হিংসায় তলিয়ে গেছে !

##

প্রণব কুমার কুণ্ডু

##

দেব প্রভাব


দেব প্রভাব

#


দেব প্রভাবে

অনেক সময়

অনর্থ অর্থের ন্যায়

এবং অর্থ অনর্থের ন্যায়

প্রতিভাত হতে পারে !

#

আমারও তাই মনে হয় !

##

প্রণব কুমার কুণ্ডু

##

মৃত্যুর পরে

#মৃত্যুর পরে


আমি যে ধরণের সৎ জীপনযাপণ করেছি

তাতে মৃত্যুর পরে

আমি নিশ্চয় স্বর্গে আরূঢ় এবং সমারূঢ় হব !

তবে আমার দেহ কিন্তু এই পৃথিবীতেই

থেকে যাবে !

তোমাদের সবাইকে এবং তোমাদের কীর্তিকলাপ

আমি দেখতে পাবো !

#

প্রণব কুমার কুণ্ডু

##

Thursday, July 3, 2025

অন্তকায়

অন্তকায়

#


#


'অন্তকায় গোঘাতম্'

যজুর্বেদ ৩০ , ১৮

#

শাস্ত্রে

গো-হত্যাকারীদের জন্য

মৃ্ত্যুদণ্ড রয়েছে !

#

এ সম্বন্ধে

সংশ্লিষ্ট সকলে

সাবধান !

##

Tuesday, May 13, 2025

অপারেশন সিন্দূর



অপারেশন সিন্দূর

#


 প্রণব কুমার কুণ্ডু

#

অপারেশন সিন্দূর !

পশ্চিমবাংলার

মুর্শিদাবাদ জেলার

'অপারেশন সিন্দূর'-এর জন্য

প্রত্যাঘাত-এর

প্রত্যয়

কেমনতরো হবে ?

আমি জানতে

বিশেষভাবে আগ্রহী !

মোদিজি !

##



Sunday, May 11, 2025

কলকাতার ইসকন


কলকাতার ইসকন

#


 প্রণব কুমার কুণ্ডু

#

কলকাতার ইসকন।

ওরা তৃণমূল পন্থী !

তৃণমূলই

ওদের

জান

এবং প্রাণ !

##