Friday, November 11, 2016

বেজায় ভাব

বেজায় ভাব

 
 
শিক্ষা শেষ হয়েছে
চাকুরি মিলে গেছে
বিবাহে
আবদ্ধ হয়েছি।
একদিন রাতে
শুতে গেলাম।
দেখি
আমার নবোঢ়া বধূ
নিদ্রিতা।
আমিও
তাঁর পাশে শুয়ে পড়লাম।
নিদ্রিত
হয়ে গেলাম !

স্ত্রীর সাথে স্বামির
বেজায় ভাব আছে
সেটা দেখালাম !

No comments:

Post a Comment