উঠতি বয়সের কবিতা
ছেলেরা
উঠতি বয়সে
অভিজ্ঞতা সঞ্চয়ের
আগে থেকেই
আবেগতাড়িত হয়ে
কবিতা লেখে।
তাই ছেলেদের কবিতায়
থাকে
প্রেমের তীব্র বেগ
চোখের
সৌন্দর্য বোধের বেগ
এবং মনের
সেই বেগের
অসামান্য তীব্রতা !
এগুলি সব
একসাথে মিলে মিশে
তৈরী করে
আরো আরো তীব্র
সুতীব্র
আবেগ।
ওসব অনভিজ্ঞের
প্রেম স্পর্ধা !
মেয়েরা
প্রাক্যৌবনে
অভিজ্ঞতার ভিত্তিতে
কবিতা লেখে।
সে কবিতা হয়
অনেক বেশি পোক্ত
বাস্তববাদী।
তবে ওদের
সব সময়
মনে
ভয় হয়
কি জানি কি হয়
যদি সত্য
সব সত্য
কবিতায়
একসাথে
প্রকাশ হয়ে
যায় !
No comments:
Post a Comment