চিরন্তন
আমার জীবন-আঙ্গিনা দিয়া
তুমি যে আসিবে প্রিয়া !
এঁকেছি তাই এই আঙ্গিনায়
প্রাণের আল্পনা
প্রেমের স্নিদ্ধ মিলন রাতে
সে আয়োজন অল্পনা !
আমার বাড়ির গণ্ডি ঘিরে
নব বধূর গন্ধ
ধুলো পায়ে উঠলে ঘরে
হৃদয় পাবে ছন্দ।
শুরু হবে তোমার সাথে
আমার জীবন-সাধনা
ভালোবাসার পুণ্য ডোরে
তোমার জীবন বাঁধো-না !
No comments:
Post a Comment