Saturday, November 5, 2016

ঔরস (এক )

ঔরস


ঔরস সন্তান
সর্বাপেক্ষা প্রিয়।
'উরস' শব্দের অর্থ
বক্ষঃস্থল অর্থাৎ
হৃদয়।
হৃদয় থেকে
অর্থাৎ মহান আত্মা  থেকে
উদ্ভব বলে
পুত্র ঔরস
কন্যা ঔরসী।
সঠিক ভাবে
'ঔরস'
বীর্যচিহ্নিত বা
বীর্যনিন্দিত নয় !
 
আবার
আত্মার
পরম প্রেমাস্পদ
প্রিয়তমার
অংশ থেকে
জন্ম বলে
জগতের সকল বস্তুর চেয়ে
'আত্মজ'
এত  প্রিয়।
 
সেই
প্রিয়তা
অনির্বচনীয়।
কেবল অনুভবনীয় ! 


*  সূত্র : 'সাধন সমর', পৃষ্ঠা ৩৪।


No comments:

Post a Comment