Wednesday, September 5, 2018

জীবাত্মা ( সাত )


জীবাত্মা ( সাত )


যখন জীবাত্মা
আমাদের শরীর ছেড়ে
বেরিয়ে যান

তখন 
আমাদের
মৃত্যু ঘটে !

সেই জীবাত্মা আবার
অন্য মাতৃগর্ভে
প্রবেশ করেন !

কেউ মনুষ্যদেহে
কেউ পশুপাখির শরীরে
কেউ গাছপালার অংশে !

জীবাত্মা
সব সময়ই চায়
দেহসঙ্গ !

জীবাত্মা
থাকতে চায় না
অসঙ্গ !

No comments:

Post a Comment