ঝটকা মাংস
#

জমধর - উত্তরভারত ও নেপালের তলোয়ার যা ঝাটকায় ব্যবহৃত হয়
#
ঝটকা মাংস।
কেউ কেউ বলেন ঝাটকা !
ঝটকা মাংস তো কিনছেন !
কিন্তু হাঁড়িকাঠ কোথায় ?
খড়্গ কোথায় ?
দোকানে মাকালীর ছবি থাকে ?
প্রাণিটির কপালে কি
তেল-সিঁদুরের
প্রলেপ দেওয়া হয় ?
#
সেই তো
একটু বড় সাইজের
ছুরি দিয়ে
ঘষে ঘষে কাটে !
হিন্দুরা কাটে ?
নাকি কাটা আর ছাল ছাড়ানোর জন্য
হিন্দুদের মাংসের দোকানে
হিন্দুরা
মুসলমান কর্মচারী রাখে ?
#
No comments:
Post a Comment