শবদাহ
#
শবদাহ
#
ভারতে
খোলা আকাশের নীচে খোলা বাতাসে কাঠের চিতায় নদীর ধারে বা জলাশয়ের পাশে
শবদাহ করা একটি প্রাচীন ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতি যার রয়েছে শাস্ত্রীয় সম্মতি !
#
ভারত ছাড়াও
নেপাল জাপান মার্কিনযুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা প্রভৃতি বিভিন্ন দেশেও শবদাহ করা হয় !
#
অধুনা
সাধারণত ইলেকট্রিক কারেন্টে চলা বন্ধচুল্লির ঘেরা টোপে চোখের আড়ালে দাহ কার্য হচ্ছে !
#
শবদাহ শেষে
গড়পড়তা দুই কেজির বেশি ছাই সঙ্গে মিশ্রিত হাড়ের টুকরোটাকরা চুল্লি থেকে পাওয়া যাচ্ছে !
#
শবদাহ
#
No comments:
Post a Comment