অযোধ্যায় রামজন্মভূমিতে নব্য এবং ভব্য রামমন্দিরের উদ্বোধন
#

#
অযোধ্যায়
রামজন্মভূমিতে
নব্য
এবং ভব্য
রামমন্দিরের
উদ্বোধন।
#
অনেকদিন আগেই
সমাধা হয়েছিল
ভূমিপূজন।
#
দেশজুড়ে পালন
অকাল দীপাবলি !
#
তাতে
অকালেই আবির্ভূতা হয়ে যাবেন
মা চণ্ডির
রূপভেদ
মা কালীর
অন্যতম রূপভেদদ্বয়
দেবী চামুণ্ডা
আর
দেবী চণ্ডিকাকালিকা !
#
নতুন রামমন্দির নিয়ে
সেই রামমন্দিরের উদ্বোধন নিয়ে
বহুদিন ধরে তাঁবুতে থাকা রামলালাকে নিয়ে
নতুন পাঁচবছরবয়সি শ্রীরামের দাঁড়িয়ে থাকা মূর্তিকে নিয়ে
সেই শ্রীরামের মূর্তির প্রাণপ্রতিষ্ঠা নিয়ে
কেউ বা কেউরা যদি শয়তানি করে থাকেন
তবে দেবী চামুণ্ডা আর দেবী চণ্ডিকাকালিকা
সম্মিলিত হয়ে
নিষ্ঠুর হয়ে
নির্দয় ভাবে
নির্মম ভাবে
নৃশংসকতা সহ
তাদের উপযুক্ত শাস্তি দেবেন !
#



No comments:
Post a Comment