Monday, January 15, 2024

রামকৃষ্ণ মিশন নিজেদের অহিন্দু সংখ্যালঘু সংগঠন হিসাবে ঘোষণা করেছিল !



রামকৃষ্ণ মিশন নিজেদের অহিন্দু সংখ্যালঘু সংগঠন হিসাবে ঘোষণা করেছিল !

#


#




সিপিএম-এর রক্তচক্ষুতে ভয় পেয়ে

রামকৃষ্ণ মিশন

নিজেদের অহিন্দু সংখ্যালঘু সংগঠন হিসাবে

ঘোষণা করেছিল !

আহার নিদ্রা ভয়

যত বাড়াবে ততই ভয়

এবং তাতে নিজদেরই হয় ক্ষয় !

#

সুপ্রীম কোর্টের রায়ে

রামকৃষ্ণ মিশন শেষ পর্যন্ত

হিন্দুসংগঠন হিসাবেই নিজেদের সংখ্যাপন করেছে !

সিপিএম-এর দায়ের করা মামলায়

মুসলিম ভাবধারা এবং খ্রিস্টানিটি থেকে

তারা কিন্তু সরে আসে নি !

বেলুড় মঠের চূড়া তারই দিকনিদর্শন করছে !

#


#

No comments:

Post a Comment