Friday, January 12, 2024

বিবেকানন্দ ( তিন )



বিবেকানন্দ ( তিন )

#


#

সারা দেশে 

রজোগুণের 

বন্যা বইয়ে দাও !

সবাই ক্ষত্রিয় হও !

যুদ্ধ করা শেখো !

গীতা পাঠের আগে

মাঠে যাও !

লড়াই করা শেখো !

সত্যের জন্য সব কিছু

ত্যাগ করা যায় !

কোন কিছুর জন্য

সত্যকে ত্যাগ করা যায় না !

সম্প্রসারণই জীবন !

বিশ্বব্রহ্মাণ্ড এবং প্রকৃতিও

সম্প্রসারিত হচ্ছে !

এখন

তোমার কি ইচ্ছে ?

অভী। অভীক ! 

ভয়হীনতা ! নির্ভীক।

সাহসী সাহসিনী হওয়াই 

আমাদের সমস্ত শাস্ত্র 

ও সকল উপদেশের

সারবস্তু !

তথাস্তু !

#


#

No comments:

Post a Comment