Saturday, November 12, 2016

অ-পদার্থ

অ-পদার্থ


অ-পদার্থ
পদার্থভিন্ন
অ-দ্রব্য।
অবস্তু।

যেমন 
হয়তো
ঈশ্বর।
হয়তো
পরমেশ্বর।
হয়তো
ব্রহ্ম।
হয়তো
দেবতারা।

হয়তো বা
অনেক
'অপদার্থ'
বামুন পুজারি !

ঈশ্বর
পরমেশ্বর
ব্রহ্ম
এবং দেবতাদের
কোন

পার্থিব সত্তা
পার্থিব অস্তিত্ব
পার্থিব বিদ্যমানতা
পার্থিব জীবন
পার্থিব জীবনযাত্রা
পার্থিব জীবৎকাল
নেই !

পুরো
ব্যাপারগুলোই
মনোগত।
এবং
শাস্ত্রগত
বোধবুদ্ধি !

বামুন পুরুতরা
দেবতাদের নিয়ে
পূজা পূজা
ব্যবসা করেন।

ঈশ্বর
পরমেশ্বর
ব্রহ্ম
এঁদের নিয়ে
ব্যবসা করার
বিদ্যার দৌড়
তাঁদের অনেকেরই
নেই !

তাই
দেবতারাই
অধিকাংশের
সম্বল !

ওখানে 
ঘন্টা নাড়ালেই
হয়
সশব্দে
মনস্কামনার বিজয় !

No comments:

Post a Comment