Saturday, November 12, 2016

তপস্বী

তপস্বী


তপস্বিরা
বনবাসী।
বনচর।
এমনিতে
মর্ত্যে থাকেন।
কিন্তু ওঁদের মন নিয়ে
ওঁরা
স্বর্গে বাসা বাঁধেন !
তপস্বিরা
দেবতা নন।
তাঁরা
অপদেবতাও নন।
তাঁরা
মানুষ।
কখনো 
ঋষি।
তবে নিজ নিজ সর্বনামে
তাঁরা 
প্রত্যকেই তপস্বী !


No comments:

Post a Comment