Saturday, November 12, 2016

সাক্ষীগোপাল

সাক্ষীগোপাল


সাক্ষীগোপাল
'ওড়িশা'-য়
কটকের নিকটের
গোপাল বিগ্রহ
ও তাঁর মন্দির !
সাক্ষীগোপাল আবার
পুরীর নিকটবর্তী স্থান।

গোপাল
বৃন্দাবন থেকে
একা একা
পায়ে হেঁটে
কটকে এসেছিলেন
এক বিয়ের ব্যাপারে
সাক্ষী দিতে !
সাক্ষীরূপে
তিনি
কিছুই বলেন নি !
তাঁর নিজের বই
'গীতা'-ও
তিনি
হাত দিয়ে 'ছোঁন'-নি ! 

তবু গোপালের আসাতেই
সাক্ষীকার্য
সমাপন হয়েছিল !

গোপাল
সাক্ষীগোপাল হিসাবে
নতুন নামকরণ
পেয়েছিলেন !

সাক্ষীগোপাল মন্দিরের পাণ্ডারা
যারা কিনা পূজারি ব্রাহ্মণ
লাঠিহাতে
মন্দিরের সদর দরজায় দাঁড়িয়ে
খুব জ্বালাতন করত।
ঘন ঘন
লাঠির বাড়ি 
গায়ে-মাথায় মারত !
তাতে
ভালোই ব্যথা লাগত !
ফুলে উঠত।
আবার
অন্যায়ভাবে
চাপ দিয়ে
টাকা হস্তগত
করত !
ঐ পাণ্ডারা অত্যাচারী ছিল !

তাই
প্রশাসন
রুটিন ট্যুরে
সাক্ষীগোপাল মন্দিরতীর্ধ ভ্রমণ
বন্ধ করে ছিল !

সাধারণ লোকের কাছে্
প্রশাসন
তখন
দারুণ
বাহবা
পেয়েছিল !


* সুত্র : 'বঙ্গীয় শব্দকোষ'।



No comments:

Post a Comment