ভূঃ ভুবঃ স্বঃ মহঃ
'ভূঃ'
পৃথিবীলোক।
'ভুবঃ'
অন্তরীক্ষলোক।
'স্বঃ'
স্বর্গলোক।
'ভূঃ', 'ভুবঃ', 'স্ব'
এই ব্যাহৃতিত্রয়
( মন্ত্রাঙ্গবিশেষ )
পরমেশ্বরের
বিরাট শরীররূপ
বিরাট ব্রহ্মাণ্ডের বোধক।
( অর্থাৎ ঐ তিনটি আসলে
পরমেশ্বরের অঙ্গের নাম )।
'মহঃ'
এটি চতুর্থ ব্যাহৃতি।
'মহঃ'
পরমেশ্বরের
বিরাট শরীরের
প্রকাশক।
'মহঃ'
আত্মারূপ
পরমেশ্বরের
বোধক।
* সূত্র : 'তৈত্তিরীয়োপনিষদ্', শীক্ষা-বল্লী, পঞ্চম অনুবাকের অংশবিশেষ, পৃষ্ঠা ২৯৮-৯৯, গীতা প্রেস।
No comments:
Post a Comment