Thursday, September 6, 2018

প্রাণদেবতার উৎপত্তি


প্রাণদেবতার উৎপত্তি


আমাদের প্রাণ
আমাদের
সর্বশ্রেষ্ঠ 
স্বকীয় সত্ত্বা !

প্রাণদেবতা
পরমাত্মা থেকে উৎপন্ন !
তিঁনিই প্রাণের
রচয়িতা !

পরব্রহ্ম 
পরমেশ্বরই
প্রাণের 
উপাদানকারণ !

জীবের 
মন দ্বারা কৃত
মানসিক সংকল্পের অভ্যুদয়ে
প্রাণদেবতা

জীবের শরীরের 
অভ্যন্তরে প্রবেশ করেন !
 জড়শরীর তখন
প্রাণবন্ত হয়ে ওঠে !

জীবশরীর সেই সময়ে
স্পন্দনে স্পন্দনে
বিচলিত হয়ে
চালিত হয়ে যায় !




* সূত্র : 'প্রশ্নোপনিষদ্', অথর্ব বেদের পিপ্পলাদ-শাখার ব্রাহ্মণভাগের অন্তর্গত, তৃতীয় প্রশ্নের শ্লোক সংখ্যা তিন,  গীতা প্রেসের ব্যাখ্যা অবলম্বনে লিখিত, পৃষ্ঠা সংখ্যা ১৬১ !

No comments:

Post a Comment