জগৎ অনিত্য। এটাই সত্য !
#
চৈতালি চৌধুরি
#
জগৎ অনিত্য।
এটাই সত্য !
#
সেই অনিত্য জগৎে
দুইটি পদার্থ !
জড়
ও চেতন।
#
জড় পদার্থের
ইচ্ছাশক্তি নেই !
বিচারশক্তি নেই !
#
বিচারশক্তি ও ইচ্ছাশক্তি
যাদের আছে
তারা চেতন।
চেতন পদার্থ !
কেবল সেখানেই বাসা বাঁধে
জীবতত্ত্ব !
#
পৃথিবীতে
চুরাশি লক্ষ প্রকার
যোনিযুক্ত জীব !
তাহলে তো
পৃথিবীতে চুরাশি লক্ষ
প্রকার
যোনিমুক্ত জীবও !
যারা কিনা পুরুষলিঙ্গধারী !
কোথাও বা উভয়লিঙ্গধারী !
তারা আবার উভলিঙ্গগামী !
দেখা যাচ্ছে লিঙ্গছাড়া
জীবজগৎ অচল !
যেমন উপমায় খলনুড়ি !
কিংবা শিবসতী !
শিবলিঙ্গ আর সতীপীঠ !
কিংবা অর্ধনারীশ্বর !
দ্যাখো তো
না চাইলেও এসে গেল
সেই ঈশ্বর !
যদিও জীবজগৎ পুরোটাই
নশ্বর !
ঠিক !
সত্যের সত্য তার দিগ্বিদিক
দশদিক !
#
পৃথিবীতে চুরাশি লক্ষ প্রকার
বিভিন্ন জীব !
সেইগুলির মধ্যে কেবল
মানুষেরা
শুভবুদ্ধিসম্পন্ন !
মানুষদের বিচারশক্তিও আছে !
#
মানুষের মতো
শুভবিচারশক্তি
অন্য কোন জীবের নেই !
ঐ তত্ত্ব নিয়ে
করুন হৈচৈ !
#
তাই
মানুষ
জীব হিসাবে
সর্বশ্রেষ্ঠ !
শ্রেষ্ঠতার নিরিখে
শ্রেষ্ঠতম
তকমা বিশিষ্ট !
#
মেয়ে-জামাই
No comments:
Post a Comment