আকার এবং স্বরূপ
#
#
জড় পদার্থের রূপের যেমন বিভিন্ন বিভিন্ন আকার আছে
চেতন পদার্থের রূপেরও তেমন অন্যরূপ বিভিন্নতাযুক্ত আকার আছে !
তবে 'চেতন'-এর বা 'চৈতন্য'-এর কোন একপ্রকার বা ভিন্নপ্রকার আকার নেই !
কিন্তু চেতনার বা চৈতন্যমনার নিজ নিজ রূপ যা কিনা নিজ নিজ স্বরূপ আছে !
তেমনি ঈশ্বরের নিজস্ব কোনরূপ আকার নেই কিন্তু ঈশ্বরের নিজস্ব স্বরূপ আছে !
#
জড়বস্তুর স্বরূপ জড়ময়।
চেতন-এর স্বরূপ চেতনময়।
চৈতন্য-এর স্বরূপ চৈতন্যময়।
ঈশ্বরের স্বরূপ কেবলই ঈশ্বরময় !
আর আমার স্বরূপ সকল ক্ষেত্রেই 'আমিত্ব'ময় !
#
#
No comments:
Post a Comment