#
মোদিজি টানা এগারো দিন ধরে......
#
মোদিজি
টানা এগারো দিন ধরে
আদাজল খেয়ে
অর্থাৎ
আদার ঝাঁঝালো রস
আর স্নিগ্ধ ডাবের জল খেয়ে
#
অযোধ্যার বহু বর্ষ প্রতীক্ষিত
রামজন্মভূমিতে
নব্য ভব্য এবং বিশালকায়
নির্মাণাধীন রামজন্মভূমিমন্দিরে
সদ্য প্রতিষ্ঠিত নিষ্প্রাণ বালক রামের
প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন !
#
কেউ কেউ গলা বাড়িয়ে বলেছিলেন
প্রাণ প্রতিষ্ঠার পরে পরে
বালক রামের দু'চোখের সামনে
একটা কাঁচের আয়না ধরা হলে
আয়নার কাঁচ নাকি তাতে
ফেটে গিয়েছিল !
#
অতি ভয়ানক ভিড়ভাট্টা কমে গেলে
আমি একটা স্টেথোসকোপ সঙ্গে নিয়ে
যাবো !
দেখবো
'ডুব ডাব' শব্দ
পাওয়া যায় কিনা !
#
#


No comments:
Post a Comment