স্বাংশ এবং বিভিন্নাংশ
#
#
#
আমরা মানুষেরা চেতন !
সেকারণে আমাদের
চৈতন্য'র বৈশিষ্ট রয়েছে !
তবে মানুষের শরীর কিন্তু জড় !
#
ঈশ্বরও
দ্বিবিধ !
স্বাংশ
এবং বিভিন্নাংশ !
#
স্বাংশে
ঈশ্বর তাঁর
বিভিন্ন অবতারের লীলা
প্রকট করেন !
#
আর বিভিন্ন অংশে
ঈশ্বর চাইলে
তাঁর নিত্যসেবক রূপে
বিভিন্ন জীবের প্রকাশ করে থাকেন !
#
তবে বিভিন্নাংশে
জীবের স্বরূপতত্ত্বের
আবার দুইটি দশা !
মুক্তজীব আর বদ্ধজীব !
#
ঐ উভয় দশাতেই
ঐসকল জীব
সহায়সম্বলহীন !
তবে সনাতন এবং নিত্য !
#
#
#



No comments:
Post a Comment